কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২১): আমার পরিবার অসচ্ছল। আমার পরিবারের জানা ছিল না যে, আকীকা করতে হবে। তারা এখন আকীকা করতে চায়। আমরা ২ ভাই, ১ বোন। সবাই বিবাহিত। এখন কি তারা আকীকা করতে পারবে?

উত্তর: সন্তান জন্মের সপ্তম দিনে পিতামাতার দায়িত্ব হলো আকীকা করা। সামুরা ইবনু জুনদুব রযিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘প্রত্যেক শিশু তার আকীকার বিনিময়ে বন্ধক থাকে, যা তার জন্মের সপ্তম দিনে আকীকা করতে হয়, মাথার চুল ফেলতে হয় এবং নাম রাখতে হয় (আবূ দাঊদ, হা/২৮৩৮)। সুতরাং আকীকা সপ্তম দিনেই করতে হবে। কোনো কারণে সপ্তম দিনে করা না হলে পরবর্তীতে করার প্রয়োজন নেই। উল্লেখ্য, আকীকা ১৪ বা ২১ দিনে করা যায়- মর্মে যে বর্ণনাটি এসেছে তা যঈফ (সূনানে কুবরা, বায়হাকী, হা/১৯২৯৩; ‍মুসতাদরাক আলাস ছহীহায়ন, হা/৭৫৯৫)। 

প্রশ্নকারী : আরিফ বিন সাঈদ

শাহবাজপুর, বগুড়া।


Magazine