কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৫): জানাযা কাঁধে নিয়ে ৪০ কদম হাঁটতে হবে।মাইয়্যেতের ডান হাতের দিকের খাটের পায়া নিজের ডান কাঁধে নিয়ে দশ কদম চলবে। এরপর ডান পায়ের দিকের খাটের পায়া ডান কাঁধে নিয়ে দশ কদম, তারপর বাম হাতের দিকের খাটের পায়া নিজের বাম কাঁধে নিয়ে দশ কদম, শেষে বাম পায়ের দিকের খাটের পায়া নিজের বাম কাঁধে রেখে দশ কদম। এ পদ্ধতি কি সঠিক?

উত্তর: এমন কোনো পদ্ধতি কুরআন-হাদীছে বর্ণিত হয়নি। এটি একটি বানোয়াট প্রথা, যার কোনো ভিত্তি নেই। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছাহাবীগণ ও তাবে-তাবেঈ থেকে তা প্রমাণিত নয়। এটি উজ্জ্বল শরীআতে স্পষ্ট বিদআত।

প্রশ্নকারী: নাম প্রকাশে অনিচ্ছূক।


Magazine