কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৫০): রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর একই সময়ে সর্বোচ্চ কতজন স্ত্রী ছিলেন?

উত্তর : রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মোট স্ত্রী ছিল এগারো জন। তার মধ্যে দুই স্ত্রী রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জীবদ্দশাতেই মৃত্যুবরণ করেন। আর বাকী নয় জন স্ত্রী রেখে তিনি ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন (যাদুল মাআদ, ১/১০৫-১১৪)। এছাড়া আরো দুজন মহিলার সাথে তাঁর বিবাহ হয়, কিন্তু সহবাস হওয়ার আগেই তারা পরত্যিক্ত হয় (ইবনু হিশাম, ২/৬৪৭)।

প্রশ্নকারী : শফীকুল ইসলাম

বাগমারা, রাজশাহী।

Magazine