কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪০): জুমআর দিন সূরা কাহফ পড়ার সঠিক সময় কোনটি?

উত্তর: এর জন্য সময় নির্ধারণ করা যাবে না। জুমআর রাত ও দিন যে কোনো সময় পড়া যায় (ফায়যুল কাদীর, হা/৮৯২৯)। জুমআর দিন সূরা কাহফ পড়ার বিশেষ ফযীলত বর্ণিত হয়েছে। আবূ সাঈদ খুদরী রাযিয়াল্লাহু আনহু বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি জুমআর দিন সূরা কাহফ পাঠ করবে, তার জন্য একটি নূর দুই জুমআর মধ্যবর্তী সময়ে আলো দান করবে’ (সুনানুল কুবরা, হা/৫৯৯৬)।

প্রশ্নকারী : ফাযলুল্লাহ

পশ্চিমবঙ্গ, ভারত।


Magazine