কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩০) : মহিলারা কি লাশের খাটিয়া বহন করতে পারবে?

উত্তর : পুরুষ থাকাকালীন মহিলাদের খাটিয়া বহন করা জায়েয হবে না। কেননা মহিলাদের খাটিয়া বহন করা বা মাটি দেওয়ার ব্যাপারে কোনো প্রমাণ পাওয়া যায় না। কেননা লাশের খাটিয়া বহন করলে স্বাভাবিকভাবেই তাদেরকে কবরস্থানে যেতে হবে। অথচ তাদের জানাযার পশ্চাদানুগমণ করা উচিত নয়। উম্মু আত্বিয়্যা রযিয়াল্লাহু আনহা বলেন, আমাদেরকে জানাযার পশ্চাদানুগমণ করতে নিষেধ করা হয়েছে, তবে কঠোরভাবে নিষেধ করা হতো না (ছহীহ বুখারী, হা/১২৭৮; ছহীহ মুসলিম, হা/৯৩৮)।

প্রশ্নকারী : মাহাবুব

নিলসাগর, নিলফামারী।


Magazine