উত্তর : আল্লাহ রব্বুল আলামীন আপনার উত্তম রিযিক্বের ব্যবস্থা করে দিন। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূদের হিসাব সংরক্ষণকারী লেখকের প্রতি অভিশাপ করেছেন এবং তাকে সূদদাতা-গ্রহীতার সমান পাপী বলে উল্লেখ করেছেন (ছহীহ মুসলিম, হা/১৫৯৮; মিশকাত, হা/২৮০৭)। সূদের হিসাব-নিকাশ করার আধুনিক পদ্ধতি হলো সফটওয়্যার। তাই সূদী প্রতিষ্ঠানের সফটওয়্যার বানিয়ে দেওয়ার অর্থ হলো তাদেরকে সূদের হিসাব-নিকাশ করার মতো মন্দ কাজে সহযোগিতা করা। যা আল্লাহ নিষেধ করেছেন (আল মায়েদা, ৫/২)। তাই উক্ত সফটওয়্যার বানানোর পারিশ্রমিক হিসাবে প্রাপ্ত বেতন হালাল হবে না। এমতাবস্থায় কোম্পানির কাছে অন্য কোনো কাজ দেওয়ার জন্য অনুরোধ করা যেতে পারে। যদি অন্য কাজ না পাওয়া যায় তাহলে প্রাপ্ত বেতন জনকল্যাণমূলক কাজে ব্যয় করে দিতে হবে।
প্রশ্নকারী : সৈয়দ নাজমুস সাকীব