কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৪) : একজন স্বামী তার স্ত্রীকে মা বলে যিহার করেছে। অতঃপর তাকে তালাক দিয়েছে। তাকে কি যিহারের কাফফারা আদায় করতে হবে?

উত্তর : যিহার হলো স্ত্রীকে এই বলা যে, তুমি আমার মায়ের পিঠের মতো। ইসলামী শরীআতে কোনো ব্যক্তি যদি যিহার করে, তাহলে স্ত্রী সহবাস করার আগে তাকে কাফফারা দিতে হবে। মহান আল্লাহ বলেন, ‘যারা নিজেদের স্ত্রীদের সাথে যিহার করে এবং পরে তাদের উক্তি প্রত্যাহার করে, (তাহলে এর প্রায়শ্চিত্ত) একে অপরকে স্পর্শ করার পূর্বে একটি দাসের মুক্তিদান। এর দ্বারা তোমাদের সদুপদেশ দেওয়া হচ্ছে। আর তোমরা যা কর, আল্লাহ তার খবর রাখেন’ (আল-মুজাদালা, ৫৮/৩)। কিন্তু কেউ যদি তার সেই স্ত্রীর সাথে সহবাসই না করে, বরং তাকে তালাক দিয়ে দেয়, তাহলে তাকে আর কাফফারা দিতে হবে না।

প্রশ্নকারী : মাযহারুল ইসলাম

চাঁপাই নবাবগঞ্জ।


Magazine