কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৪): বান্দার হক্ব নষ্টকারীকে আল্লাহ ক্ষমা করবেন না, যদি না সেই বান্দা তাকে ক্ষমা করে। এর দলীল কী?

উত্তর: বান্দার হক্ব নষ্টকারীকে আল্লাহ ক্ষমা করবেন না। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি তার ভাইয়ের সম্ভ্রমহানি বা অন্য কোনো বিষয়ে যুলমের জন্য দায়ী থাকে, সে যেন আজই তার কাছ থেকে মাফ করিয়ে নেয়, সে দিন আসার পূর্বে যে দিন তার কোনো দীনার বা দিরহাম থাকবে না। সে দিন তার কোনো সৎকর্ম না থাকলে তার যুলমের পরিমাণ তা তার নিকট হতে নেওয়া হবে আর তার কোনো সৎকর্ম না থাকলে তার প্রতিপক্ষের পাপ হতে নিয়ে তা তার উপর চাপিয়ে দেওয়া হবে’ (ছহীহ বুখারী, হা/২৪৪৯)। ইমাম ইবনু তায়মিয়্যাহ রাহিমাহুল্লাহ বলেন, মাযলূমের হক্ব কেবলমাত্র তওবা দ্বারা পূরণ হয় না। বরং তওবা তখনই পূর্ণতা পাবে, যখন সে যুলমের প্রতিদান মাযলূমকে বুঝিয়ে দিবে। যদি সে দুনিয়াতে তা পূরণ না করে, তবে আখেরাতে তাকে তা পূরণ করতে হবে (মাজমূ‘ ফাতাওয়া, ১৮/১৮৭-১৮৯)। কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন, বান্দার সাথে যুলম সংশ্লিষ্ট কোনো পাপ হলে তার প্রাপ্য ব্যক্তিকে না ফিরিয়ে দেওয়া পর্যন্ত তওবা সঠিক হবে না (আল-জামিউ লি আহকামিল কুরআন, ১৮/১৯৯)।

প্রশ্নকারী : মো. রকিব আজম

বাসা-৫৬, রাস্তা-১৫/এ, ধানমণ্ডি, ঢাকা।

Magazine