কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩২): সূদ না খেলেও NGO তে চাকুরি করে যে বেতন পাওয়া যায় সেই টাকা হালাল নাকি হারাম?

উত্তর: Non-Governmental Organization (NGO) বা বেসরকারি সংস্থাগুলোর বেশিরভাগই সূদের সাথে জড়িত। তাই এমন প্রতিষ্ঠানে যদি কোনো ব্যক্তি সরাসরি সূদের কারবারের সাথে জড়িত কোনো পদে চাকরি করে যেমন- সূদদাতা, গ্রহীতা, লেখক বা সাক্ষী হিসেবে; তাহলে তার প্রাপ্ত বেতন হালাল নয়। কেননা জাবির রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা‘নত করেছেন সূদখোরের উপর, সূদদাতার উপর, এর লেখকের উপর ও তার সাক্ষী দুজনের উপর এবং বলেছেন এরা সবাই সমান (ছহীহ মুসলিম, হা/১৫৯৭)।

Magazine