কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৭) : যে ব্যক্তি স্ত্রীকে অসন্তুষ্ট রাখে এবং তার স্ত্রীর হক্ব আদায় করে না। এক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা কী?

উত্তর : শরীআতের বিধান হচ্ছে স্ত্রীর সাথে সদ্ব্যবহার করা। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা তাদের (স্ত্রীদের) সাথে সৎভাবে জীবন যাপন করো’ (আন-নিসা, ৪/১৯)। মুআবিয়া ইবনু হাইদাহ বলেন, আমি রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বললাম, ‘হে আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আমাদের কারো স্ত্রীর অধিকার স্বামীর উপর কতটুকু? তিনি বললেন, তুমি যা খাবে তাকে তা খাওয়াবে। তুমি যে মানের কাপড় পরিধান করবে তাকেও সে মানের কাপড় পরিধান করাবে। তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করবে না। তাকে একাকী বাড়ীর বাইরে যেতে দিবে না (আবূ দাঊদ, হা/২১৪২)। আর অত্যাচার করার কারণে ক্বিয়ামতের দিন তার জন্য অন্ধকার হবে (ছহীহ মুসলিম, হা/২৫৭৮)। সুতরাং স্বামীকে অবশ্যই স্ত্রীর হক্ব আদায় করতে হবে।

প্রশ্নকারী : মুশফিকুর রহমান

পাবনা।


Magazine