কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৫): ‘কে বড় ক্ষতিগ্রস্ত’ এই বইটিতে লেখা আছে যে, কোনো কর্মের মাধ্যমে শুধু দুনিয়া উপার্জন করা শিরক। এটা কি ইবাদতের ক্ষেত্রে প্রযোজ্য, নাকি যেমন দুনিয়াবি ক্ষেত্রেও প্রজোয্য হবে। যদি সকল ক্ষেত্রে প্রজোয্য হয়, যেমন দোকান দেওয়া, ব্যবসা করা ইত্যাদি, তাহলে এগুলোও কি শিরকের অন্তর্ভুক্ত হবে?

উত্তর: উক্ত বক্তব্য দিয়ে কোনো ইবাদতের মাধ্যমে দুনিয়ার কোনো কিছু কামনা করাকে উদ্দেশ্য করা হয়েছে। কেননা, সকল ধরনের ইবাদত একমাত্র আল্লাহর জন্য হতে হবে। আল্লাহ ছাড়া অন্য কিছুর জন্য ইবাদত করাই হলো শিরক। আল্লাহ তাআলা বলেন, “যে কেউ দুনিয়ার জীবন ও তার শোভা কামনা করে, দুনিয়াতে আমরা তাদের কাজের পূর্ণ ফল দান করি এবং সেখানে তাদেরকে কম দেওয়া হবে না। তাদের জন্য আখিরাতে আগুন ছাড়া অন্য কিছুই নেই এবং তারা যা করেছিল আখিরাতে তা নিস্ফল হবে। আর তারা যা করত তা ছিল নিরর্থক (হূদ, ১১/১৫-১৬)।” উক্ত বক্তব্যে দুনিয়াবী কোনো কাজকে উদ্দেশ্য করা হয়নি। বরং ব্যবসা বাণিজ্য করা বৈধ। আল্লাহ তাআলা ব্যবসাকে বৈধ করেছেন, আর সূদকে হারাম করেছেন (আল-বাকারা, ২/২৭৫)। তবে একজন মুমিন এগুলোতেও আল্লাহকে খুশি করা ও তার ইবাদতে এগুলো কাজে লাগানোর উদ্দেশ্য করবে।

প্রশ্নকারী : আহমাদ

ঢাকা।


Magazine