কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৫) : আমাদের এলাকায় মানুষ মারা গেলে বাড়ি থেকে জানাযার স্থানে নেওয়ার সময় চল্লিশ কদম পর্যন্ত গণনা করা হয়। প্রতি দশ কদম পর পর খাটিয়া বহনকারীদের পরিবর্তন করা হয়। ইহা কতটা শরীয়া সম্মত?

উত্তর : খাটিয়ায় বহন করে লাশ কবর স্থানে নেওয়ার সময় চল্লিশ কদম গণনা করে প্রতি দশ কদম পর পর খাটিয়া বহনকারীদের পরিবর্তন করার এই পদ্ধতি কুরআন, ছহীহ হাদীছ ও কোনো সালাফ দ্বারা প্রমাণিত নয়। সুতরাং এমন আমল সুস্পষ্ট বিদ‘আত। আয়েশা রযিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ‘কেউ যদি এমন আমল করে যাতে আমাদের নির্দেশনা নেই, তাহলে তা বর্জনীয়’ (ছহীহ মুসলিম, হা/১৭১৮)।

প্রশ্নকারী : শামসুল আলম

উত্তরখান, ঢাকা-১২৩০


Magazine