কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৭): শিরকের গুনাহ মাফ হয় না। এখন কেউ মারা যাওয়ার পরে যদি তার ছেলে মেয়েরা তার জন্য আল্লাহর কাছে তার শিরকের গুনাহের জন্য ক্ষমা চায়, তাহলে তাকে ক্ষমা করা হবে কি?

উত্তর: শিরক করা অবস্থায় মারা গেলে তার পাপ ক্ষমা হবে না, এ কথায় ঠিক এবং তাদের ব্যাপারে ক্ষমা চাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন, ‘নবী ও যারা ঈমান এনেছে তাদের জন্য সংগত নয় যে, তারা মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে; যদিও তারা আত্মীয়-স্বজন হয়’ (আত-তাওবা, ৯/১১৩)। তবে শিরকের বিভিন্ন ধরন আছে। এমন লোক যদি সাধারণ শিরক করে মারা যায়; কবরপূজার মতো বড় শিরক না করে, তাহলে তার পক্ষ থেকে দান করলে ও ক্ষমা চাইলে ক্ষমা হতে পারে। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, এক ব্যক্তি নবী কারীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এসে বলল, আমার পিতা অছিয়ত না করেই অনেক সম্পদ রেখে মৃত্যুবরণ করেছেন। অতএব, আমি যদি এখন তার পক্ষ হতে দান করি; তাহলে কি তার উপকার হবে? তিনি উত্তরে বললেন, ‘হ্যাঁ’ (ছহীহ মুসলিম, হা/১৬৩০; নাসাঈ, হা/৩৬৫২; ইবনু মাজাহ, হা/২৮২০)। তবে তাদের পক্ষ থেকে ক্ষমা চাওয়া হবে না। এছাড়া রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে গিয়ে হাত তুলে দু‘আ করেছেন (ছহীহ ‍মুসলিম, হা/৯৭৪)।

প্রশ্নকারী: জসিম

রাজশাহী।


Magazine