কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩০): আমার ফুফু মারা যাওয়ায় আমার দাদী ফুফাতো ভাইকে দুধ খাইয়েছেন, তাহলে তো দুধের সম্পর্কে আমার বাবা আর ফুফাতো ভাই একে অপরের ভাই হয়ে যায়। এখন ওই ফুফাতো ভাইয়ের সাথে কি আমার বোনের বিয়ে দিতে পারব?

উত্তর: শিশুর বয়স দুই বছরের মধ্যে যদি দুধ পান করিয়ে থাকে, তাহলে দুধ সম্পর্ক সাব্যস্ত হবে, বিধায় তার সাথে বিবাহ দেওয়া যাবে না। কেননা এতে নিজের দুধ ভাইয়ের মেয়েকে বিবাহ করার অন্তর্ভুক্ত হবে, যা হারাম (আন-নিসা, ৪/২৩)। আর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘দুধপানের সম্পর্ক দ্বারা ঐসব লোক হারাম হয়ে যায় যারা রক্ত সম্পর্ক দ্বারা হারাম হয়’ (ছহীহ মুসলিম, হা/১৪৪৫)।

প্রশ্নকারী : আফসানা আক্তার আশা

কেরানীগঞ্জ।


Magazine