কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৪) : জানাযার ছালাতে সূরা ফাতেহা ও ক্বেরাআত পাঠের পর তাকবীর দেওয়ার সময় আবারও হাত উঠাতে হবে, না-কি হাত বাঁধা অবস্থাতেই তাকবীর দিবে?

উত্তর: জানাযার ছালাত চার তাকবীরের মাধ্যমে সমাপ্ত হয়। যার প্রত্যেক তাকবীরের পর হাত উত্তোলন করতে হবে। ইবনু উমার রযিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, ‘রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ...জানাযার ছালাতের প্রত্যেক তাকবীরে হস্তদ্বয় উত্তোলন করতেন’ (আল-মু‘জামুল আওসাত্ব, হা/৮৪১৭)। নাফে‘ রহিমাহুল্লাহ থেকে বর্ণিত, ইবনু উমার রযিয়াল্লাহু আনহুমা জানাযার প্রত্যেক তাকবীরে হাত উত্তোলন করতেন (মুসান্নাফ ইবনু আবী শায়বা, হা/১১৭২০; আল-জামেউছ ছহীহ লিস-সুনানে ওয়াল মাসানীদ, ২৮/৪৫৯, হাদীছ ছহীহ)। এছাড়াও ইবনু আব্বাস রযিয়াল্লাহু আনহুমাসহ প্রমুখ ছাহাবীগণ জানাযার প্রত্যেক তাকবীরে হাত উঠাতেন (নায়লুল আওতার, ৫/৭০-৭১)।

প্রশ্নকারী : ফয়সাল আহমেদ

ঢাকা।

Magazine