উত্তর : যাকাত পারিবারিক হিসাব নয়। বরং তা ব্যক্তিগত হিসাব। অর্থাৎ পরিবারের যে সদস্য-ই নিছাব পরিমাণ মালের মালিক হবে তাকেই যাকাত আদায় করতে হবে। মহান আল্লাহ বলেন, ‘মুত্তাক্বী তারাই... যারা যাকাত আদায় করে (বাক্বারাহ, ২/২)। আবূ হুরায়রা রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যাকে ধনসম্পদ দিয়েছেন অতঃপর সে তার যাকাত আদায় করেনি, তার এই সম্পদকে ক্বিয়ামতের দিন টাক মাথাওয়ালা এক সাপে রূপান্তর করা হবে। এ সাপের দুই চোখের উপর দু’টি কালো দাগ থাকবে (অর্থাৎ বিষাক্ত সাপ)। ক্বিয়ামতের দিন এই সাপকে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। সাপ তার গলায় ঝুলে তার দুই চোয়াল কামড়াতে থাকবে আর বলবে, আমি তোমার মাল, আমি তোমার মাল, আামি তোমার গচ্ছিত সম্পদ...(ছহীহ বুখারী, হ/১৪০৩; মিশকাত, হা/১৭৭৪)। এই হাদীছ থেকে বুঝা যায়, যে সম্পদের যাকাত আদায় করবে না তার এই শাস্তি হবে। সুতরাং পিতা সম্পদের মালিক হওয়া সত্ত্বেও যদি যাকাত না দেয়, তাহলে শুধু পিতাকেই এই শাস্তি ভোগ করতে হবে, পরিবারে অন্য কেউ এই শাস্তি ভোগ করবে না।
প্রশ্নকারী : ফযলে রাব্বী