কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৮) : জনৈক ব্যক্তি তিন ওয়াক্ত ছালাত আদায় করে। তার যুক্তি হলো, কুরআনে তিন ওয়াক্ত ছালাতের কথা আছে। সুতরাং তিন ওয়াক্ত ছালাতই আদায় করতে হবে। এখন এই ব্যক্তি মুসলিম নাকি কাফের?

উত্তর : ইসলামের স্তম্ভগুলোর অন্যতম একটি হলো ছালাত যা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নবুয়ত পাওয়ার পরেই ফরয করা হয়েছিল। আর মেরাজের রাতে দৈনিক পাঁচ ওয়াক্ত ছালাত ফরয করা হয় (ছহীহ বুখারী, হা/৩২০৭)। উক্ত পাঁচ ওয়াক্ত ছালাত হলো- ফজর, যোহর, আছর, মাগরিব ও এশা (বূ দাঊদ, হা/৩৯৩)। এছাড়াও একাধিক ছহীহ দ্বারা পাঁচ ওয়াক্ত ছালাত ফরয হওয়ার বিষয়টি প্রমাণিত। এক্ষণে কেউ যদি কুরআন ও হাদীছ দ্বারা সাব্যস্ত ফরয বিধান অস্বীকার করে তিন ওয়াক্ত ছালাত আদায় করে এবং দুই ওয়াক্ত ছেড়ে দেয় তাহলে সে কাফের হিসাবে গণ্য হবে (তিরমিযী, হা/২৬২২)

প্রশ্নকারী : জাহিদুর রহমান

ঢাকা।

Magazine