কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৪) : কোনো ব্যক্তি যদি চার ওয়াক্ত ছালাত আদায় করে কিন্তু এক ওয়াক্ত ছালাত আদায় করে না তাহলে কি সে মুসলিম হিসেবে গণ্য হবে?

উত্তর : কোনো ব্যক্তি যদি চার ওয়াক্ত ছালাত আদায় করে কিন্তু এক ওয়াক্ত ছালাত আদায় না করে তাহলে সে দুটি বিধানের যেকোনো একটার আওতাধীনে পড়বে। এক. ইচ্ছাকৃতভাবে ছালাত ছেড়ে দিলে বা অস্বীকার করলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে। কেননা ইচ্ছাকৃতভাবে ছালাত পরিত্যাগকারী কাফের। বুরায়দা রযিয়াল্লাহু আনহু বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘আমাদের এবং তাদের (অমুসলিমদের মাঝে) অঙ্গীকার হলো ছালাত। যে ব্যক্তি তা পরিত্যাগ করল সে কুফরী করল’ (মুসনাদে আহমাদ, হা/২২৯৮৭; তিরমিযী, হা/২৬২১; নাসাঈ, হা/৪৬৩)। আব্দুল্লাহ ইবনু শাকীক রহিমাহুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, মুহাম্মাদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কোনো ছাহাবী ছালাত ছাড়া অন্য কোনো আমল ছেড়ে দেয়াকে কুফরী কাজ বলে মনে করতেন না (তিরমিযী, হা/২৬২২)। দুই. কিন্তু অলসতার কারণে পড়ে না তাহলে সেক্ষেত্রে প্রাধান্যপ্রাপ্ত মত হচ্ছে। সে কাবীরা গুনাহ করছে যার শাস্তি দুনিয়াতে হত্যা এবং পরকালে জাহান্নাম। আর ছালাত ছেড়ে দেওয়া অভ্যাসে পরিণত হয়ে গেলে সে কাফেরও হয়ে যেতে পারে। তবে পরকালে তার বিষয়টি মহান আল্লাহর দয়ার উপর ন্যাস্ত থাকবে। যদি তিনি কালেমার বরকতে মুসলিম হিসেবে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত শাস্তি দেওয়ার পর ক্ষমা করে দিতে চান তাহলে সে জান্নাতে আসতে পারবে। ওয়াল্লাহু আ‘লামু বিছ-ছাওয়াব।

প্রশ্নকারী : ছিয়াম

টাঙ্গাইল।


Magazine