উত্তর: ইসলামী রাষ্ট্র ক্বায়েম হবে মুসলিম গণজাগরণের মাধ্যমে। মুসলিমরা যখন আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবে, আক্বীদা পরিশুদ্ধ করবে, নিজের পরিবার-পরিজনকে সঠিক ইসলামী তাহযীব-তামাদ্দুন শিক্ষা দেবে, তবেই ইসলাম ক্বায়েম হবে। মহান আল্লাহ বলেছেন,إِنَّ اللَّهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّى يُغَيِّرُوا مَا بِأَنْفُسِهِمْ ‘নিশ্চয় আল্লাহ কোনো সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে’ (আর-রা‘দ, ১৩/১১)। উলামাগণ বলেন, তোমরা তোমাদের হৃদয়ে হৃদয়ে ইসলাম ক্বায়েম করো, তোমাদের রাষ্ট্রে ইসলাম ক্বায়েম হয়ে যাবে। অন্যথা সন্ত্রাস, পশ্চিমা গণতন্ত্র ইত্যাদি মাধ্যম ইসলামী রাষ্ট্র ক্বায়েম করার শারঈ পদ্ধতি নয়।
                            
                        