কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩১) : মাহরাম পুরুষ কিংবা মহিলাদের সামনে একজন নারী কোন কোন অঙ্গ কতটুকু খোলা রাখতে পারে?

উত্তর : স্বাভাবিকভাবে যেসব অঙ্গ মহিলারা সাধারণত খোলা রাখে যেমন- মুখমণ্ডল, দুই হাত কব্জি পর্যন্ত, দুই হাত কনুই পর্যন্ত, দুই পা ইত্যাদি এগুলো মাহরাম পুরুষের সামনে খোলা রাখা বৈধ। এগুলো ছাড়া অন্যান্য অঙ্গগুলো মাহরাম পুরুষের সামনেও ঢেকে রাখতে হবে (ফাতওয়া আল-লাজনাহ আদ-দায়েমাহ, ১৭/২৯৭)। মাথার চুলও খোলা রাখা যায়। তবে ফিতনার আশঙ্কা থাকলে মাথাও ঢেকে রাখতে হবে।

­প্রশ্নকারী : শাকিলা খাতুন

নওগাঁ।


Magazine