কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৪): আমি একজন ব্যবসায়ী। সমস্যার কারণে জামাআতে প্রায়ই অংশগ্রহণ করতেপারি না; একাকী ছালাত পড়তে হয়। এতে কি আমার গুনাহ হবে?

উত্তর : শরীআতের বিধান হলো, সব কিছু ত্যাগ করে জামাআতে ছালাত আদায় করতে হবে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যার হাতে আমার জীবন তাঁর কসম করে বলছি, আমার মন চায় আযান হওয়ার পরও যারা জামাআতে আসে না, ইমামতির দায়িত্ব কাউকে দিয়ে আমি নিজে গিয়ে তাদের ঘরে আগুন লাগিয়ে জ্বালিয়ে দিয়ে আসি’ (ছহীহ বুখারী, হা/৬৪৪, ২৪২০; ছহীহ মুসলিম, হা/৬৫১; মিশকাত, হা/১০৫৩)। তবে গ্রহণযোগ্য শারঈ কারণে জামাআতে অংশগ্রহণ করতে না পারলে ব্যবসায়িক প্রতিষ্ঠানেই একাকী বা জামাআতের সাথে ছালাত আদায় করা যেতে পারে। ইবনু আব্বাস রযিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত। তিনি বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি আযান শুনল অথচ তার জবাব দিলো না ওযর ব্যতীত তার ছালাত কবুল হবে না’ (ইবনু মাজাহ, হা/৭৯৩; ছহীহ আত-তারগীব ওয়াত-তারহীব, হা/৪২৬; দারাকুত্বনী, হা/১৫৫৫; মিশকাত, হা/১০৭৭)।

প্রশ্নকারী: 

নুরুল হুদা

সোনারগাঁ, নারায়ণগঞ্জ।


Magazine