কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৪): আমরা বাসা থেকে একটু দূরে একটি কাযী অফিসে বিয়ে করি। তখন পরিবারের সম্মতি ছিল না। তারপর যার যার বাড়িতে চলে যাই। আমরা আলাদা থাকি। কিছুদিন পর উভয় পরিবারের পিতামাতা বিয়ে মেনে নেয় এবং অনুষ্ঠান করে মেয়েকে তুলে দেয়। আমরা নতুন করে কাযী আনিনি বা বিবাহ হয়নি। আমার প্রশ্ন হলো, উক্ত বিয়ে কি শুদ্ধ হয়েছে?

উত্তরউক্ত বিবাহ সঠিক হয়নি। ‍সুতরাং আবার মেয়ের অভিভাবক ও সাক্ষীর উপস্থিতিতে নতুন করে বিবাহ পড়াতে হবে। উক্ত সম্পর্ক ব্যভিচারের সম্পর্ক। কেননা মেয়ের অভিভাবকের অনুমতি ব্যতীত বিবাহ হয় না। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘অভিভাবক ছাড়া বিয়ে সংঘটিত হয় না’ (তিরমিযী, হা/১১০১)। তিনি আরও বলেন, ‘অভিভাবকের অনুমতি ব্যতীত কোনো মহিলা বিয়ে করলে তার বিয়ে বাতিল, তার বিয়ে বাতিল, তার বিয়ে বাতিল। কিন্তু তার সাথে তার স্বামী সহবাস করলে, তবে সে তার লজ্জাস্থান হালাল মনে করে সংগত হওয়ার কারণে তার নিকট মোহরের অধিকারী হবে। ওলীরা দ্বন্দ্বে লিপ্ত হলে, যে ব্যক্তির কোনো অভিভাবক নেই তার ওলী হবে দেশের শাসক’ (তিরমিযী, হা/১১০২)।

প্রশ্নকারী : মোহাম্মদ ইউসুফ

দাউদকান্দি, কুমিল্লা।


Magazine