কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৩) : রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর প্রতি দরূদ পাঠের ক্ষেত্রে ‘দরূদে ইবরাহীম’ ব্যতীত অন্য কোনো দরূদ আছে কি?

উত্তর : রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর প্রতি দরূদ পাঠের ক্ষেত্রে সর্বোত্তম দরূদ হলো, ‘দরূদে ইবরাহীম’ যা বিভিন্ন শব্দে উল্লেখ হয়েছে। আর এ দরূদটিই পড়া উচিত। যেমন, (১)أَللهم صَلِّ عَلٰى مُحَمَّدٍ وَّعَلٰى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلٰى إِبْرَاهِيْمَ وَعَلٰى آلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ- أَللهم بَارِكْ عَلٰى مُحَمَّدٍ وَّعَلٰى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلٰى إِبْرَاهِيْمَ وَعَلٰى آلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ. উচ্চারণ : আল্লা-হুম্মা ছাল্লি আলা মুহাম্মাদিঁউ ওয়া আলা আ-লি মুহাম্মাদিন কামা ছাল্লায়তা আলা ইবরাহীমা ওয়া আলা আ-লি ইবরাহীমা ইন্নাকা হামীদুম মাজীদ। আল্লা-হুম্মা বা-রিক আলা মুহাম্মাদিঁউ ওয়া আলা আ-লি মুহাম্মাদিন কামা বা-রক্তা আলা ইবরাহীমা ওয়া আলা আ-লি ইবরাহীমা ইন্নাকা হামীদুম মাজীদ’ (ছহীহ বুখারী, হা/৩৩৭০; ছহীহ মুসলিম, হা/৪০৬; মিশকাত, হা/৯১৯)। (২) اللّٰهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَأَزْوَاجِهِ وَذُرِّيَّتِهِ ، كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيْمَ ، وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَأَزْوَاجِهِ وَذُرِّيَّتِهِ ، كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيْمَ ، إِنَّكَ حَمِيْدٌ مَجِيْدٌ উচ্চারণ :আল্লা-হুম্মা ছল্লি আলা-মুহাম্মাদিওঁ ওয়া আযওয়া-জিহী ওয়াযুররিইয়্যাতিহী, কামা- ছল্লায়তা আলা- আ-লি ইবরহীমা, ওয়াবা-রিক আলা-মুহাম্মাদিওঁ ওয়া আযওয়া-জিহী ওয়া যুররিইয়্যাতিহী কামা- বা-রকতা আলা- আ-লিইবরহীমা, ইন্নাকা হামীদুম মাজীদ’ (ছহীহ বুখারী, হা/৩৩৬৯; আবুদাঊদ, হা/৯৭৯; মুসনাদে আহমাদ, হা/২৩৬৬১)। তবে অন্যভাবেও দরূদ দেখা যায়। যেমন, صَلَّى اللهُ عَلَيْهِ وَ سَلَّمَ উচ্চারণ : ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (ছহীহ বুখারী, হা/৭৮)। ছাহাবীগণ নবীর নাম উল্লেখ করলে এ শব্দ/বাক্য ব্যবহার করতেন। তবে ছালাতের মধ্যে ‘দরূদে ইবরাহীম’-ই পড়তে হবে।

প্রশ্নকারী : রাশিদুল ইসলাম আওলাদ

 হাতিবান্ধা, লালমণিরহাট।


Magazine