কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৯) : ছেলের বউ তার শ্বশুরের পা টিপে দিতে পারবে কি?

উত্তর : স্ত্রীর জন্য তার স্বামীর পিতা মাহরামের অন্তর্ভুক্ত (আন-নিসা, ৪/২৩)। সেই হিসেবে স্ত্রীর জন্য তার শ্বশুরের খেদমত করাতে কোনো বাধা নেই। শ্বশুর যদি একদম অসুস্থ হয় এবং সেবা করার কেউ না থাকে তাহলে সেক্ষেত্রে স্ত্রী শ্বশুরের খেদমত করবে। কাবশাহ বিনতু কা‘ব রযিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি ছিলেন আবূ কাতাদাহ রযিয়াল্লাহু আনহু-এর পুত্রবধূ। তিনি আবূ কাতাদাহ রযিয়াল্লাহু আনহু-এর অযূর পানি ঢেলে দেন। তখন একটি বিড়াল এসে সেই পানি পান করে। আবূ কাতাদাহ পানির পাত্রটি তার দিকে ঝুঁকিয়ে দিলেন এবং আমি তার দিকে তাকাতে লাগলাম। তিনি বলেন, হে ভাতিজি! তুমি কি বিস্ময়বোধ করছ! রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘বিড়াল অপবিত্র নয়। এটা তো তোমাদের আশেপাশে বিচরণকারী বা বিচরণকারিণী’ (ইবনু মাজাহ, হা/৩৬৭)।

প্রশ্নকারী : আবুল বাশার

পাবনা।


Magazine