কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৫০) : ফাতেমা রযিয়াল্লাহু আনহা-কেঅনেকেইবলে, ‘মাফাতেমা’। এভাবেতাকেমাবলেসম্বোধনকরাযাবেকি?

উত্তর : রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র মুসলিম জাতির পিতৃতুল্য। আর স্ত্রীগণ তাদের মাতৃতুল্য। মহান আল্লাহ বলেন, ‘নবী মুমিনদের নিজের চেয়েও কাছের। আর তাঁর স্ত্রীগণ তাদের মাতৃতুল্য’ (আল-আহযাব, ৩৩/৬)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রীগণ মুমিনদের মা হিসাবে তাদের ক্ষেত্রে বলা হয় ‘মা খাদিজা রযিয়াল্লাহু আনহা, মা আয়েশা রযিয়াল্লাহু আনহা’। কিন্তু ফাতেমা রযিয়াল্লাহু আনহা হলেন রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কন্যা। সেই হিসাবে তিনি মুমিনদের বোনতুল্য। তাই তাকে ‘মা ফাতেমা’ বলা যাবে না।

প্রশ্নকারী : আবু বকর

 নাচোল, চাঁপাইনবাবগঞ্জ।


Magazine