কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৯): আমি সাধারণ শিক্ষিত একজন ছাত্র। দ্বীনের উপর থাকতে চাইলেও নফসের তাযকিয়া করতে পারছি না, ইবাদতে ইখলাছও আসছে না। আত্মশুদ্ধির জন্য কোনো কার্যকর পন্থা বা মাধ্যম আছে কি?

উত্তর: আত্মশুদ্ধির মাধ্যম হলো- ১. পরকাল ও মৃত্যুর কথা স্মরণ করা, ২. কবর যিয়ারত করা, ৩. লাশ কাফন-দাফনে অংশগ্রহণ করা, ৪. সৎ সঙ্গীদের সাথে থাকা, ৫. নিয়মিত নফল ছিয়াম আদায় করা ২. নিয়মিত কুরআন তেলাওয়াত করা (আলে ইমরান, ৩/১৬৪)। ৩. সবর্দায় তাসবীহ, তাহলীল ইস্তিগফারে লিপ্ত থাকা। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘তোমার জিহ্বা যেন সবসময় আল্লাহর স্মরণে সিক্ত থাকে’ (বায়হাকী, হা/৬৫২৬)। ৪. ফরযের পাশাপাশি নফল ছালাত বেশি বেশি আদায় করা। কারণ ছালাত যাবতীয় অশ্লীল ও গর্হিত কাজ থেকে বিরত রাখে (আল-আনকাবূত, ২৯/৪৫)।

প্রশ্নকারী : মাইয়াদ মাহমুদ

শমশেরনগর, মৌলভীবাজার, সিলেট।


Magazine