উত্তর: মতভেদপূর্ণ মাসায়েলের ক্ষেত্রে সাধারণ মানুষের জন্য করণীয় হলো এমন আলেমে দ্বীনের শরণাপন্ন হওয়া, যিনি যোগ্যতাসম্পন্ন, তাক্বওয়াবান এবং কুরআন ও ছহীহ হাদীছ ভিত্তিক সমাধান দেন। আল্লাহ তাআলা বলেন, ‘হে ঈমানদারগণ! আল্লাহর নির্দেশ মান্য করো, নির্দেশ মান্য করো রাসূলের এবং তোমাদের মধ্যে যারা বিচারক তাদের। তারপর যদি তোমরা কোনো বিষয়ে বিবাদে প্রবৃত্ত হয়ে পড়, তাহলে তা আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি প্রত্যর্পণ করো, যদি তোমরা আল্লাহ ও কিয়ামত দিবসে বিশ্বাসী হয়ে থাক। আর এটাই কল্যাণকর এবং পরিণতির দিক থেকে উত্তম’ (আন-নিসা, ৪/৫৯)।
প্রশ্নকারী : কবিরুল ফরাজী
গোপালগঞ্জ।