কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩১): আমি আমেরিকায় ডামিনোজ পিৎজাতে কাজ করি। যেখানে শূকরের গোশত দিয়ে পিৎজা বানানো হয়। সেখানে কাজ করা কি আমার জন্য হালাল হবে? অথবা আমি যদি এই পিৎজা ডেলিভারি দেই, তাহলে কি আমার উপার্জিত অর্থ হালাল হবে?

উত্তর: ইসলামে শূকরের গোশত হারাম। আল্লাহ তাআলা বলেন, ‘আল্লাহ তোমাদের উপর হারাম করে দিয়েছেন মৃত জন্তু, রক্ত, শূকরের গোশত’ (আন-নাহল, ১৬/১১৫)। যে জিনিস ভক্ষণ করা হারাম, তা উৎপাদন ও ডেলিভারি করা এবং এর উপার্জিত অর্থও হারাম। ইবনু উমার রাযিয়াল্লাহু আনহুমাবলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘মদ, তা পানকারী, পরিবেশনকারী, বিক্রেতা, ক্রেতা, উৎপাদক ও শোধনকারী, যে উৎপাদন করায়, সরবরাহকারী এবং যার জন্য সরবরাহ করা হয় এদের সকলকে আল্লাহ লা‘নত করেছেন’ (আবূ দাঊদ, হা/৩৬৭৪)। জাবির ইবনু আব্দুল্লাহ রাযিয়াল্লাহু আনহু বলেছেন, আমি নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি যে, ‘আল্লাহ তাআলা ইয়াহূদীদেরকে অভিসম্পাত করেছেন, যখন তিনি তাদের উপর চর্বি নিষিদ্ধ করেছেন তখন তারা ওটাকে তরল করে জমা করেছে, তারপর বিক্রি করে তার মূল্য ভক্ষণ করেছে’ (ছহীহ বুখারী, হা/৪৬৩৩)। এজন্য যেখানে হারাম পণ্য উৎপাদন বা বিক্রি করা হয়, সেখানে কাজ করা যাবে না।

প্রশ্নকারী : ইলিয়াস

আমেরিকা।


Magazine