কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৭) : খামারে পালিত গরুর যাকাত দিতে হবে কি? যদি তাতে বছর পূর্ণ না হয় তাহলে করণীয় কী?

উত্তর : যাকাতযোগ্য গৃহ পালিত পশুর উপর যাকাত ফরয হওয়ার জন্য তিনটি শর্ত রয়েছে- ১. নেসাব পরিমাণ হওয়া ২. পূর্ণ এক বছর মালিকানাধীন থাকা ৩. সায়েমা (বিচরণশীল) হওয়া। খামারে পালিত গরুর মধ্যে তৃতীয় শর্তটি বিদ্যমান না থাকায় এমন পশুতে যাকাত ফরয হবে না। তবে যদি খামারের পশু ব্যবসার উদ্দেশ্যে লাল-পালন করা হয় তাহলে সেই পশু ব্যবসায় সম্পদ হিসাবে গণ্য হবে। অর্থাৎ খামারের সকল পশুর মূল্য হিসাব করে যদি ৫২.৫ তোলা রোপ্য বা ৭.৫ ভরি স্বর্ণের মূল্য সমপরিমাণ হয় তাহলে বৎসরান্তে সেই পশুর মোট মূল্যের উপর শতকরা ২.৫ ভাগ হারে যাকাত ফরয হবে। আলী রাযিয়াল্লাহু আনহু নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন, তিনি বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যদি তোমার নিকট এক বছরের জন্য দুইশত দিরহাম মজুদ থাকে, তবে বৎসরান্তে এর জন্য পাঁচ দিরহাম যাকাত দিতে হবে। বিশ দীনারের কম পরিমাণ স্বর্ণে যাকাত ওয়াজিব নয়। অতঃপর যদি কোনো ব্যক্তির নিকট বিশ দীনার পরিমাণ স্বর্ণ এক বছর পর্যন্ত মজুদ থাকে তবে এর জন্য অর্ধ-দীনার যাকাত দিতে হবে। আর যদি এর পরিমাণ আরো বেশি হয়, তবে উক্ত হিসাব অনুযায়ী যাকাত দিতে হবে। (আবূ দাউদ, হা/১৫৭৩)। সামুরা ইবনু জুনদুব রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায় পণ্যের মধ্য হতে যাকাত বের করার জন্য আমাদের আদেশ করতেন (বুলূগুল মারাম, হা/৬২৩)।

প্রশ্নকারী : আবুল বাসার

গ্রাম কল্পবাস। থানা বি,পাড়, কুমিল্লা।


Magazine