উত্তর: স্ত্রী তার নিজস্ব সম্পদ স্বামীর অনুমতি ছাড়া খরচ করতে পারে। কেননা সম্পদ তার সেহেতু খরচ করার তার অধিকার রয়েছে। এ জন্য স্বামীর অনুমতি জরুরী নয়। মায়মূনা বিনতু হারিস রযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর অনুমতি ব্যতীত তিনি আপন বাঁদীকে মুক্ত করে দিলেন। অতঃপর তার ঘরে নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর অবস্থানের দিন তিনি বললেন, হে আল্লাহর রাসূল! আপনি কি জানেন না আমি আমার বাঁদী মুক্ত করে দিয়েছি? তিনি বললেন, তুমি কি তা করেছ? মায়মূনা রযিয়াল্লাহু আনহা বললেন, হ্যাঁ। তিনি বললেন, ‘শুন! তুমি যদি তোমার মামাদেরকে এটা দান করতে, তাহলে তোমার জন্য বেশি নেকীর কাজ হত (ছহীহ বুখারী, হা/২৪৫২)। ছহীহ মুসলিমের বর্ণনায় রয়েছে, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের ছালাত আদায় করার পর খুৎবা দিয়ে নারীদের নিকট আসলেন এবং তাদেরকে দান করার জন্য বললেন, তখন নারীরা তাদের অলংকারসমূহ থেকে দান করতে আরম্ভ করলেন (সংক্ষিপ্ত) (ছহীহ মুসলিম, হা/৮৮৫)। উল্লেখিত হাদীছদ্বয় দ্বারা স্পষ্ট বুঝা যায় যে, স্ত্রী তার নিজের সম্পদ স্বামীর অনুমতি ছাড়া খরচ করতে পারে। তবে, স্বামীর সাথে পরামর্শ করে খরচ করা ভালো।
প্রশ্নকারী : রাজিয়া
রাজশাহী।