কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২২) : অনেক সময় উপযুক্ত পাত্র বিবাহের প্রস্তাব দিলে মেয়ে অথবা মেয়ের পিতা এই বলে রদ করে দেয় যে, পড়ালেখা শেষ হলে বিয়ে হবে। এটা কি বৈধ?

উত্তর : এটা বৈধ নয়। পড়ালেখা কোনো ওযর নয়। তাছাড়া বিয়ের পরেও পড়াশোনা চালিয়ে যাওয়া যায়। আবূ হুরায়রা রযিয়াল্লাহু আনহু বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যখন তোমাদের কাছে এমন কারো বিবাহের প্রস্তাব আসে, যার দ্বীন ও চরিত্রে তোমরা সন্তুষ্ট, তাহলে তার সাথে বিবাহ দিয়ে দাও। যদি তা না কর, তবে পৃথিবীতে বড় ফিতনা-ফাসাদ ও অশান্তি সৃষ্টি হবে’ (তিরমিযী হা/১০৮৫; ইবনু মাজাহ, হা/১৯৬৭)।

প্রশ্নকারী : কামরুল হাসান

ঢাকা।


Magazine