কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৬): ঈদের ছালাতের শেষ বৈঠকে ওযূ ভঙ্গ হলে করণীয় কী?

উত্তর: ঈদের ছালাতে ওযূ ভঙ্গ হয়ে গেলে ছালাত ছেড়ে পুনরায় ওযূ করে নতুনভাবে ছালাত আদায় করবে। আবূ হুরায়রা রযিয়াল্লাহু আনহু সূত্রে নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত, তিনি বলেন, ‘বায়ু বের হলে ওযূ না করা পর্যন্ত আল্লাহ তোমাদের কারো ছালাত কবুল করবেন না’ (ছহীহ বুখারী, হা/৬৯৫৪)। আয়েশা রাযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যখন ছালাতের মধ্যে তোমাদের কারো ওযূ নষ্ট হয়, তখন সে যেন তার নাক ধরে বের হয়ে যায়’ (আবূ দাঊদ, হা/১১১৪)।

প্রশ্নকারী : নাজমুল হুদা

সাঁথিয়া, পাবনা।


Magazine