উত্তর : কিছু হাদীছে স্পষ্টভাবে বলা হয়েছে তাওহীদপন্থি বান্দা তার পাপের কারণে জাহান্নামে গেলেও সে তাতে স্থায়ী হবে না, বরং সেখান থেকে একদিন বের হয়ে জান্নাতে যাবে (ছহীহ বুখারী, হা/৬৫৭৩; ছহীহ মুসলিম, হা/১৮২)। পক্ষান্তরে যেসব কুরআনের আয়াতে স্থায়ী জাহান্নামী বলে উল্লেখ করা হয়েছে সেগুলোতে উদ্দেশ্য হলো কাফের ও মুশরিকরা। কেননা কাফের ও মুশরিকরা জাহান্নামে স্থায়ী হবে। তারা কখনো জাহান্নাম থেকে বের হবে না। সেই আয়াতগুলো দিয়ে তাওহীদপন্থি বান্দাদেরকে উদ্দেশ্য করা হয়নি। আর হাদীছে তাওহীদপন্থি বান্দাদের উদ্দেশ্য করা হয়েছে যে, তারা তাদের পাপের কারণে জাহান্নামে গেলেও তারা একদিন জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে যাবে। সুতরাং কুরআনের আয়াত ও হাদীছের মাঝে কোনো বৈপরিত্য নেই।
প্রশ্নকারী : আবু যার
বিরামপুর, দিনাজপুর।