কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৩): আমি ওয়ালীর অনুমতি ছাড়া স্ত্রীকে বিয়ে করি। পরে স্ত্রীর পিতা তা মেনে নেন এবং আমাদের ঘরে সন্তানও আছে। এখন জানতে চাই, এই বিবাহ কি শরীআতসম্মত হয়েছে? না হলে বৈধভাবে জীবনযাপনের কী উপায় আছে?

উত্তর: স্ত্রীর ওয়ালীর অনুমতি ব্যতীত তাকে বিয়ে করা বৈধ নয়, এমন বিয়ে বাতিল। আয়েশা রাযিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘অভিভাবকের অনুমতি ব্যতীত কোনো মহিলা বিয়ে করলে তার বিয়ে বাতিল, তার বিয়ে বাতিল, তার বিয়ে বাতিল’ (আবূ দাঊদ, হা/৩০৮৩; তিরমিযী, হা/১১০২; ইবনু মাজাহ, হা/১৮৭৯)। কাজেই ওয়ালীর অনুমতি ছাড়া আপনারা যে বিয়ে করেছেন তা শারঈভাবে বাতিল। এজন্য আপনাদেরকে তওবা করতে হবে। বৈধভাবে জীবনযাপন করতে এখন ওয়ালীর উপস্থিতিতে তার অনুমতি নিয়ে সুন্নাহসম্মত পদ্ধতিতে বিয়ে করতে হবে।

প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক

উত্তরা, ঢাকা।


Magazine