উত্তর: বাধ্যতামূলক বেতনের নির্ধারিত যে অংশ প্রতি মাসে কেটে নেওয়া হয়, চাকরি শেষে শুধু সেই অর্থই গ্রহণ করা যাবে। আর তা থেকে প্রাপ্ত সূদের অংশটি নেকীর উদ্দেশ্য ছাড়াই দান করে দিতে হবে। কেননা আল্লাহ তাআলা বলেন, ‘আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সূদকে হারাম করেছেন’ (আল-বাকারা, ২/২৭৫)। আর যদি তা প্রতিবছর উঠানো সম্ভব হয় তাহলে সূদের টাকা ব্যতীত অবশিষ্ট টাকা অন্যান্য সম্পদের সাথে মিলিয়ে প্রতিবছর যাকাত দিতে হবে। আর সম্ভব না হলে টাকা উত্তোলনের সময় শুধু এক বছরের যাকাত আদায় করে দিবে। কেননা যাকাত দেওয়ার জন্য সম্পদের পূর্ণ মালিকানা থাকতে হবে। মহান আল্লাহ বলেন, ‘আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে বিধান চাপিয়ে দেন না’ (আল-বাকারা, ২/২৮৬)।
প্রশ্নকারী: হালিমা খাতুন
মাধবপুর।