উত্তর: বিশ্বাস, কথা ও কর্মের মাধ্যমে মানুষ কুফরী করতে পারে। ১. বিশ্বাস বা আক্বীদাগত কুফরী, যেমন: আল্লাহ বা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর উপর বিশ্বাস না করা, পরকাল, হিসাব-নিকাশে বিশ্বাস না রাখা ইত্যাদি। ২. কথার মাধ্যমে কুফরী, যেমন: আল্লাহ, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরআন বা দ্বীনকে নিয়ে ঠাট্টা-মশকরা করা বা দ্বীনের কোনো হুকুম, দাড়ি, হিজাব বা ইসলামী পোশাক নিয়ে হাসি-তামাশা করা (আত-তাওবা, ৯/৬৫-৬৬)। ৩. কর্মের মাধ্যমে কুফরী, যেমন: পীর ছাহেবকে বা মাজারে সিজদা করা, কুরআন অবমাননা করা, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ব্যঙ্গচিত্র আঁকা ইত্যাদি।
প্রশ্নকারী : কাওছার আহমেদ
টাউন হল, ময়মনসিংহ।