কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১) : ‌মানুষের মত কি জিনদেরও সংসার জীবন ও হায়াত-মউত আছে?

উত্তরকুরআন ও হাদীছের সুস্পষ্ট বক্তব্য দ্বারা বুঝা যায় যে, জিনদেরও সংসার জীবন আছে। তারাও বিবাহ-শাদী করে, তাদেরও সন্তান-সন্ততি আছে। মহান আল্লাহ জিনদের সন্তান-সন্ততি সম্পর্কে বলেন, ‘আর যখন আমি ফেরেশতাদের বলেছিলাম, তোমরা আদমকে সিজদা কর। অতঃপর তারা সিজদা করল, ইবলীস ছাড়া। সে ছিল জিনদের একজন। সে তার রবের নির্দেশ অমান্য করল। তোমরা কি তাকে ও তার বংশকে আমার পরিবর্তে অভিভাবক হিসেবে গ্রহণ করবে, অথচ তারা তোমাদের শত্রু? সীমালংঘনকারীদের জন্য রয়েছে কত নিকৃষ্ট পরিণতি!’ (আল কাহফ, ১৮/৫০)। অন্যত্র তিনি বলেন, ‘তার মধ্যে (জান্নাতে) থাকবে সতীসাধ্বী সংযত-নয়না (কুমারী)রা, পূর্বে যাদেরকে স্পর্শ করেনি কোন মানুষ আর কোন জিন’ (আর রহমান, ৫৫/৫৬)। আর প্রত্যেক প্রাণকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। তাই জিনদেরও মৃত্যু হবে। আল্লাহ বলেন, ‘প্রতিটি জীবন মৃত্যুর আস্বাদ গ্রহণ করবে’ (আলে ইমরান, ৩/১৮৫)। অত্র আয়াতসমূহ প্রমাণ করে যে, জিনদেরও সংসার জীবন ও সন্তান-সন্ততি এবং জীবন-মৃত্যু আছে।

প্রশ্নকারী : আনোয়ার হোসেন জসিম

পূর্বধলা, নেত্রকোণা। 


Magazine