উত্তর: ছালাতের সময় টুপি মাথায় দেওয়া জরুরী নয়। বরং এদেশের মানুষ টুপিকে ভালো পোশাক হিসাবে বিবেচনা করে করে থাকে। আল্লাহ তাআলা বলেছেন, ‘হে আদম সন্তান! প্রত্যেক ছালাতের সময় সুন্দর পোশাক-পরিচ্ছদ গ্রহণ করো’ (আল-আ‘রাফ, ৭/৩১)। মাথা ঢেকে পরিপূর্ণ অবয়বে হাজির হওয়ার আল্লাহই বেশি হক্বদার। মাথা খালি রেখে ইবাদতের জায়গায় যাওয়া কিংবা পথে-ঘাটে চলাচল করা সালাফদের রীতিতে ছিল না। বরং তা বিধর্মীদের সংস্কৃতি, যা দুঃখজনকভাবে মুসলিম সমাজে অনুপ্রবেশ করেছে (তামামুল মিন্নাহ, পৃ. ১৬৪)। তাই ছালাতের সময় টুপি পরিধান করা ভালো কাজ। এক্ষেত্রে প্লাস্টিকের, সূতার, কাপড়ের সহ যেকোনো টুপি পরতে পারে।
প্রশ্নকারী : কামরুল হাসান
রাজশাহী।