কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৪) : আমি একটা হাইস্কুলে চাকুরি করি, এখানে পরুষ ও মহিলা স্টাফদের বসার আলাদা ব্যবস্থা নাই। একরুমেই বসতে হয় এবং প্রয়োজনে মহিলাদের সাথে কথা বলতে হয় ও তাকাতেও হয়, আমার চাকুরি ছাড়াও সম্ভব নয়, এটা কি শরীয়তসম্মত হচ্ছে? যদি শরীয়তসম্মত না হয় তবে আমার করণীয় কি?

উত্তর: বেগানা নারী-পুরুষের অবাধ মেলা-মেশার একটি ক্ষেত্র হচ্ছে সহশিক্ষা ব্যবস্থা। আর নারী-পুরুষের অবাধ মেলা-মেশা শরীআতে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। বরং এক্ষেত্রে অবাধ মেলা-মেশার সকল পথ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। অবাধ মেলা-মেশা বন্ধের জন্য মহান আল্লাহ নারীদের ঘরে থাকার নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেন﴿‌وَقَرْنَ ‌فِي ‌بُيُوتِكُنَّ﴾ অর্থাৎ ‘তারা যেন তাদের বাড়িতে অবস্থান করে’। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, المَرْأَةُ ‌عَوْرَةٌ، فَإِذَا خَرَجَتْ اسْتَشْرَفَهَا الشَّيْطَانُ ‘নারী হচ্ছে গোপন বস্তু। যখন সে বাড়ি থেকে বের হয়, তখন শয়তান তাকে নগ্নতার প্রতি ক্ষিপ্ত করে তুলে’ (তিরমিযী, হা/১১৭৩ ‘সনদ ছহীহ’; মিশকাত, হা/৩১০৯)। অত্র হাদীছে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘নারী পর্দাবিহীন অবস্থায় বের হলে শয়তান তাকে পাপের উপর ক্ষিপ্ত করে’। নারী-পুরুষের সহবস্থানের ব্যাপারে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘অবশ্যই কোন পুরুষ কোন নারীর সাথে নির্জনে একত্রিত হলে তৃতীয় জন হবে শয়তান’ (তিরমিযী, ১১৭৩; ‘সনদ ছহীহ’ মিশকাত, হা/১৩১৮)। অত্র হাদীছে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদেরকে অপর কোন নারীর সাথে নির্জনে একত্রিত হতে কঠোরভাবে নিষেধ করেছেন এবং শয়তান তাদেরকে বিপদগামী করবে বলে সাবধান করেছেন। সুতরাং এমন শিক্ষা প্রতিষ্ঠানে চাকুরি না করে বৈধ পন্থায় ভিন্ন পথে রিযিক্ব অন্বেষণ করতে হবে। কেননা আল্লাহর জমিন প্রশস্ত।

প্রশ্নকারী : সেকেন্দার আলী

ভানসীপাড়া, বাগমারা।

 

Magazine