উত্তর: শহীদদের উপর আল্লাহ নবীদের মর্যাদা দিবেন এ কথা ঠিক। আর একজন শহীদকে আল্লাহ ৭২ জন স্ত্রী দান করবেন (তিরমিযী, হা/১৬৬৩; ছহীহ আত-তারগীব, হা/১৩৭৪)। তবে, নবীদেরকে কতজন স্ত্রী আল্লাহ দান করবেন তা কোনো ছহীহ হাদীছ দ্বারা জানা যায় না। আর আসিয়া আ., মারইয়াম আ., মুসা আ. -এর বোন কুলছুমের সাথে জান্নাতে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে বিবাহ দেওয়া হবে মর্মে কোনো ছহীহ বর্ণনা পাওয়া যায় না। বরং এ মর্মে যা পাওয়া যায় তার সবই দূর্বল ও ভিত্তিহীন (জামে‘উল আহাদীছ, হা/৬৯২৩; ত্ববারানী, ৮/২৫৮ পৃ. হা/৮০০৬; আল-জামেউস ছগীর, হা/৩১৬০ ‘হাদীছ দূর্বল’)।
প্রশ্নকারী : সম্রাট হোসেন
গাজীপুর।