উত্তর : ইয়াহূদীদের হত্যা ষড়যন্ত্রকে বানচাল করে দেওয়ার জন্য আল্লাহ তা’আলা নিজ ইচ্ছায় ঈসা আলাইহিস সালাম-কে জীবিতাবস্থায় আসমানে উঠিয়ে নিয়েছেন। মহান আল্লাহ বলেন, ‘তারা (ইয়াহূদীরা) ষড়যন্ত্র করল। আর আল্লাহ কৌশল অবলম্বল করলেন। আল্লাহ মহাকৌশলী। স্বরণ করুন, যখন আল্লাহ বললেন, ‘হে ঈসা! নিশ্চয় আমি আপনাকে জীবিতাবস্থায় আসমানে উঠিয়ে নিব’... (আলে ইমরান, ৩/৫৫)।
-আব্দুল্লাহ
ঢাকা।