উত্তর : ১. ওযূ সম্পন্ন হওয়ার পর যদি মনে এমন সন্দেহের সৃষ্টি হয়, তাহলে এমন সন্দেহ শরীয়তে ধর্তব্য নয় এবং এর জন্য কোনো করণীয় নেই। ওযূ হয়ে যাবে। ২. ওযূ সম্পন্ন হওয়ার পূর্বেই যদি মনে এমন সন্দেহের সৃষ্টি হয় এবং তা প্রবল হয়, তাহলে মাথা মাসাহ করে নিবে।
উল্লেখ্য যে, কোনো ব্যক্তি যদি مشكوك তথা ‘অধিক সন্দেহগ্রস্ত’ হয় তাহলে এমন ব্যক্তি সন্দেহের তোয়াক্কা করবে না। (ফতওয়া সয়াল ওয়া জাওয়াব, ১/৩৩৭)।
প্রশ্নকারী : রফিকুল ইসলাম
মহব্বত বাজিতপাড়া, থানা ও জেলা নীলফামারী।