উত্তর : বিড়ালের উচ্ছিষ্ট পবিত্র। তাই রুচি হলে তা খাওয়া, পান করা এবং অযূ করাও যায়। কাবশা বিনতে কা‘ব থেকে বর্ণিত, তিনি বলেন, আবূ ক্বাতাদা রযিয়াল্লাহু আনহু (তার শ্বশুর) আসলে আমি তাকে অযূর পানি এগিয়ে দিলাম। একটি বিড়াল এসে সেই পানি পান করতে লাগল। তখন তিনি পাত্রটি তার দিকে কাত করে ধরলেন, যেন ভালোভাবে পান করতে পারে। কাবশা বলেন, তিনি আমাকে তার দিকে তাকাতে দেখে বললেন, তুমি কি আশ্চর্য হচ্ছ? আমি বললাম, হ্যাঁ। তিনি তখন বললেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘বিড়াল নাপাক নয়। সে তোমাদের মাঝে ঘোরাফেরা করা একটি প্রাণী’ (আবূ দাঊদ, হা/৭৫)।
প্রশ্নকারী : রফিকুল ইসলাম
ঢাকা।