কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৬) : হাঁস বা মুরগিকে যদি গুইসাপে কামড় দিয়ে মাথা নিয়ে যায় আর ওটাকে জীবিত পাওয়া যায়, তবে কি তা খাওয়া যাব?

উত্তর: না, খাওয়া যাবে না। কেননা কোনো হালাল প্রাণী বা পাখি খাওয়া হালাল হওয়ার জন্য বিসমিল্লাহ বলে যবেহ করা শর্ত। মহান আল্লাহ বলেন, ‘তোমরা খাও যবেহকৃত সে প্রাণীর গোশত যা যবেহর সময় আল্লাহর নাম উল্লেখ করা হয়েছে তথা বিসমিল্লাহ বলা হয়েছে’ (আল-আনআম, ১১৮)। তিনি আরো বলেন, ‘যা হিংস্র প্রাণী খেয়েছে তা খাওয়া হারাম তবে যদি তোমরা তা যবেহ কর, (তাহলে খেতে পার)’ (আল-মায়েদা, ৫/৩)। সুতরাং এখানে যেহেতু  যবেহ করার সুযোগ হয়নি, তাই এ হাঁস বা মুরগি মৃত প্রাণির অন্তর্ভুক্ত যা খাওয়া হারাম (আল-মাজমূ‘ শারহুল মুহাযযাব, ৯/৭২; আশ-শারহুল মুমতে‘, ১৫/৫৩)।


প্রশ্নকারী : শাহনাজ বেগম

মুন্সিগঞ্জ।

Magazine