কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩২): পর্দা করলে স্বামী তার স্ত্রীকে সহ্য করতে পারে না। এই কারণে সংসারে কলহ লেগেই থাকে। এমতাবস্থায় স্ত্রী কি স্বামীর আনুগত্য করে পর্দা করা থেকে বিরত থাকবে, নাকি স্বামীর আদেশ অমান্য করে পর্দা করবে?

উত্তর: স্ত্রীকে পর্দার মধ্যে রাখা এবং বেপর্দার দিকে ঠেলে না দেওয়া স্বামীর অপরিহার্য কর্তব্য। কেননা স্ত্রী বেপর্দা হলে, সেই গুনাহ তার ওপরও বর্তাবে। মহান আল্লাহ বলেন, ‘হে বিশ্বাসীগণ! তোমরা নিজেদের এবং তোমাদের পরিবার-পরিজনকে রক্ষা করো অগুন হতে, যার ইন্ধন হবে মানুষ ও পাথর, যাতে নিয়োজিত আছে নির্মম-হৃদয়, কঠোর-স্বভাবের ফেরেশতাগণ, যারা আল্লাহ তাদের যা আদেশ করেন, তা অমান্য করে না এবং তারা যা করতে আদিষ্ট হয়, তাই করে’ (আত-তাহরীম, ৬৬/৬)। কিন্তু কোনো স্বামী যদি তার স্ত্রীকে পর্দা করতে বাধা দেয়, তাহলে প্রথমত স্ত্রী তাকে বোঝানোর চেষ্টা করবে। বুঝানোর পরে যদি না মানে, তাহলে সেক্ষেত্রে স্বামীর সেই আদেশ মানা যাবে না। কেননা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘সৃষ্টিকর্তার অবাধ্যতায় সৃষ্টিজীবের কোনো আনুগত্য নেই’ (শারহুস সুন্নাহ, হা/২৪৫৫)। এতে যদি স্বামী তাকে তালাকও দিয়ে দেয়, তাহলেও আল্লাহর ওপর ভরসা করে পৃথক হয়ে যাবে। মহান আল্লাহ বলেছেন, ‘যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার নিষ্কৃতির পথ বের করে দেবেন’ (আত-তালাক, ৬৫/২)।

প্রশ্নকারী : আনিসুর রহমান

ঝিনাইদহ।

 

Magazine