কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪২) : কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন কি যেকোনোভাবে খাওয়াই নিষেধ?

উত্তর: কাঁচা পেঁয়াজ ও কাঁচা রসুন খাওয়া যাবে। তবে খাঁচা পিয়াজ, কাঁচা রসুন খেয়ে মসজিদে যাওয়া যাবে না। বরং এগুলো খেয়ে ভালোভাবে মিসওয়াক করতে হবে। জাবির রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দুর্গন্ধময় গাছের (পেঁয়াজ বা রসুনের) কিছু খাবে সে যেন আমাদের মাসজিদের নিকটবর্তী না হয়। কারণ ফিরিশতাগণ কষ্ট পান সেসব জিনিসে যাতে মানুষজন কষ্ট পায় (ছহীহ বুখারী, হা৮৫৪, ছহীহ মুসলিম, হা/৫৬৪)। এই হাদীছ প্রমাণ করে যে, রসুন বা এধরনের সবজি যাতে দুর্গন্ধ রয়েছে, তা পাক করে খাওয়া বৈধ এবং কাচা খাওয়াও বৈধ, কিন্তু খেয়ে মাসজিদে যাবে না।

প্রশ্নকারী : সিয়াম

আক্কেলপুর, জয়পুরহাট।


Magazine