কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪১): আমি ইউটিউবে ভারতের ছাত্রদের বাংলা আর হিন্দি ভাষায় ডাক্তারিতে চান্স পাওয়ার জন্য পড়াতে চাই। আমি জানি, গুগল এডসেন্স এর মাধ্যমে উপার্জন হারাম। তবে আমি যদি আমার ক্লাসগুলোতে আমার ছাত্র-ছাত্রীদের থেকে ক্লাস প্রতি ১/২ টাকা করে নেই (জোরপূর্বক নয়, তাদের ইচ্ছা উপর), তবে কি এই অর্থ আমার জন্য হালাল হবে?

উত্তর: এভাবে শিক্ষার্থীদের পাঠদানের বিনিময়ে ইনকাম করাতে কোনো সমস্যা নেই। কেননা অনলাইন পাঠদান একটি ডিজিটাল পদ্ধতি মাত্র। যদি তাতে কুফর, শিরক বা অনৈসলামিক কোনো বিষয় যুক্ত না থাকে, তাহলে কোনো সমস্যা নেই। মিকদাম রাযিয়াল্লাহু আনহু সূত্রে নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত, তিনি বলেন, ‘নিজ হাতে উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম খাদ্য কখনো কেউ খায় না। আল্লাহর নবী দাঊদ আলাইহিস সালাম নিজ হাতে উপার্জন করে খেতেন’ (ছহীহ বুখারী, হা/২০৭২)। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে সকল জিনিসের উপর তোমরা বিনিময় গ্রহণ করে থাক, তন্মধ্যে পারিশ্রমিক গ্রহণ করার সবচেয়ে বেশি হক্ব রয়েছে আল্লাহর কিতাবের’ (ছহীহ বুখারী, হা/৫৭৩৭)।

প্রশ্নকারী : মোশাররফ শেখ

পশ্চিমবঙ্গ, ভারত।


Magazine