কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২): জনৈক মুফতী বলেন, মালাকুল মাউতের সাথে তার অধীনে অনেক ফেরেশতা জান কবজ করে। এই কথার সত্যতা জানতে চাই।

উত্তর: উক্ত বক্তব্য কুরআন ও সুন্নাহ দ্বারা প্রমাণিত। মালাকুল মাউত হলেন জান কবজের দায়িত্বে প্রধান ফেরেশতা। আল্লাহ তাআলা বলেন, ‘বলুন, তোমাদের জন্য নিযুক্ত মৃত্যুর ফেরেশতা তোমাদের প্রাণ হরণ করবে। তারপর তোমাদের রবের কাছেই তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে’ (আস-সাজদাহ, ৩২/১১)। আর এই কাজে মালাকুল মাউতকে সহযোগিতাকারী অনেক ফেরেশতা থাকে। আল্লাহ তাআলা বলেন, ‘অবশেষে তোমাদের কারও যখন মৃত্যু উপস্থিত হয়, তখন আমাদের রাসূল (ফেরেশতাগণ) তার মৃত্যু ঘটায় এবং তারা কোনো ক্রটি করে না’ (আল-আনআম, ৬/৬১)।

প্রশ্নকারী :মো. আরিফুল ইসলাম

দিনাজপুর।


Magazine