কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৮) : আমার বিয়ের মোহরানা এক লক্ষ টাকা নির্ধারণ করা হয়, যা আমি এখনো পরিশোধ করতে পারিনি। এমতাবস্থায় যদি আমি মারা যাই তবে কি পাপ হবে?

উত্তর : মোহর মোটা অংকের নির্ধারণ হওয়া শর্ত নয়। বরং মোহর নির্ধারিত হবে স্বামীর সামর্থ্যানুযায়ী। সুতরাং সামার্থ্য থাকা সত্ত্বেও যদি কেউ স্বেচ্ছায় স্ত্রীর মোহর পরিশোধ না করে তাহলে অবশ্যই তার পাপ হবে। কেননা স্ত্রীর যৌনাঙ্গ স্বামীর জন্য বৈধ হওয়ার এটিই একমাত্র মাধ্যম। তাছাড়া মোহর স্ত্রীর হক্ব, যা অবধারিতভাবে আদায় বা পরিশোধ করতে হবে। এমর্মে মহান আল্লাহ বলেন, ‘তোমরা খুশী মনে স্ত্রীর মোহর আদায় করে দাও’ (আন-নিসা, ৪/৪)। উক্ববা ইবনু আমের রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘শর্তসমূহের মধ্যে যা পূরণ করার বেশি দাবি রাখে তা হলো সেই শর্ত যার মাধ্যমে তোমরা তোমাদের স্ত্রীদের হালাল করেছো’ (ছহীহ বুখারী, হা/২৭২১; আবূ দাঊদ, হা/২১৩৯; তিরমিযী, হা/১১২৭; মিশকাত, হা/৩১৪৩)। সুতরাং প্রশ্নেল্লিখিত অবস্থায় স্বামী নিজেই স্ত্রীর মোহর পরিশোধ করার জন্য আপ্রাণ চেষ্টা করবে। তিনি মারা গেলে তার অর্থ-সম্পদ থেকে পরিশোধ করবে। নইলে তার উত্তরাধিকারীরা তা পরিশোধ করবে। কোনোটাই বাস্তবায়ন না হলে বিচারের মাঠে তার নেকী দিয়ে স্ত্রীর মোহর পূর্ণ করা হবে। এমতাবস্থায় স্ত্রীর কিছু ছাড় দেওয়া উচিত। কেননা আল্লাহ তাআলা বলেন, ‘যদি তারা খুশী মনে মোহরানার কিছু অংশ তোমাদেরকে ছেড়ে দেয়, তাহলে তোমরা তা ভোগ করো’ (আন-নিসা, ৪/৪)।

প্রশ্নকারী : মাহফুজ বিন আব্দুল গফুর

গোবিন্দগঞ্জ, গাইবান্ধা।


Magazine