উত্তর : সুন্নাত হলো বগলের লোম তুলে ফেলা। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘দশটি কাজ নবীগণের ফিত্বরাত বা স্বভাবসুলভ- (১) গোঁফ কাটা, (২) দাড়ি ছেড়ে দেয়া, (৩) মিসওয়াক করা, (৪) পানি দিয়ে নাক পরিষ্কার করা, (৫) নখ কাটা, (৬) আঙ্গুলের জোড়াসমূহ ধোয়া, (৭) বগলের পশম তুলে ফেলা, (৮) নাভির নিচের পশম চেঁছে ফেলা, (৯) পানি দিয়ে ইসতেঞ্জা করা। মুসআব বলেন, দশম কাজটি আমি ভুলে গেছি। সম্ভবত সেটি হলো, কুলি করা (আবূ দাঊদ, হা/৫৩)। তবে যদি বগলের লোম তুলে ফেলা না যায় তাহলে নিরূপায় হয়ে তা কেটে ফেলা যায়।
প্রশ্নকারী : সাকিলা জাহান
সাপাহার, নওগাঁ।